মোদির স্মৃতি মন্দির পরিদর্শন ঐতিহাসিক পদক্ষেপ ! বড় দাবি করলেন বিজেপি মুখপাত্র

আরএসএস (RSS)-এর শতবর্ষে মোদির এই সফরকে, বিজেপি জাতীয় ঐক্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবেই দেখছে।

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ নাগপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস (RSS) এর সদর দপ্তর এবং স্মৃতি মন্দির পরিদর্শন করেন। আর এবার নরেন্দ্র মোদির এই পদক্ষেপকেই একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করলেন বিজেপি মুখপাত্র সি আর কেশবন।

C R KESHAVAN

তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্মৃতি মন্দিরে শ্রদ্ধা নিবেদন করলেন। এর থেকে এটাই প্রমাণ হয় যে আরএসএস (RSS) কীভাবে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে নিজের অবদান রেখেছে, মানুষের মনে দেশপ্রেমের বীজ বপন করেছে, এবং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করেছে।"