‘এমন পৃথিবী তৈরি করি, যাতে মেয়েরা ভয় ছাড়া স্বপ্নপূরণ করতে পারে’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
draupadi murmuq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। আর সেই উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবসে সকলকে শুভেচ্ছা! আজ, আমরা নারীদের অর্জন এবং অবদান উদযাপন করি। আমরা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের কারণকে শক্তিশালী করার জন্য সমন্বিত প্রচেষ্টা করারও সংকল্প করি। আমাদের বোন এবং কন্যারা কাঁচের ছাদ ভেঙে সীমানা অতিক্রম করছে। আসুন আমরা নারীদের তাদের যাত্রার পথে সমর্থন করার অঙ্গীকার করি, নিশ্চিত করি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নতুন পথ তৈরি করার সময় কেউ পিছিয়ে থাকবে না। একসাথে, আমরা একটি লিঙ্গ-সমতা বিশ্ব তৈরি করতে পারি যেখানে নারী এবং মেয়েরা ভয় ছাড়াই তাদের স্বপ্ন পূরণ করতে পারে”।

Women-Empowerment_202401210837398468_HIGHT_448_WIDTH_655-ezgif.com-resize