নিজস্ব সংবাদদাতাঃ না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ২৫ জুলাই, আমেরিকার ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
/anm-bengali/media/post_attachments/b46490b9bd9381379009db70e2cdb7cd02c973ca00b762f762cc971d8539ea59.jpg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, তার শো ছিল আজ বৃহস্পতিবার। তবেসেই শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
/anm-bengali/media/post_attachments/a3e98379e05e1139f758b57fe5b203f9d50245b5b87d312ab489845a65bf8173.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, তিনি জনপ্রিয় ব্যান্ড 'মাইলস'-এর সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন ধরে। দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই ব্যান্ডটি বিভিন্ন জনপ্রিয় গান উপহার দিয়েছে মানুষকে।
/anm-bengali/media/post_attachments/601549e9d5cfb519fc474d49d9389891380094d48bf2c1bec17901d30eaf887f.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)