আধার লিঙ্ক...সাল ২০২৪! জেনে নিন এখনই

পিএফে ইলেকট্রিক চালানের ক্ষেত্রে আধার সংযুক্তির সময়সীমা বৃদ্ধি পেল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধারকে সংযুক্ত করাতে হয় পিএফ গ্রাহককে।

author-image
Anusmita Bhattacharya
New Update
aadhaar

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: পিএফে (PF) ইলেকট্রিক চালানের ক্ষেত্রে আধার সংযুক্তির (Aadhaar Link) সময়সীমা বৃদ্ধি পেল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (Universal Account Number) সঙ্গে আধারকে সংযুক্ত করাতে হয় পিএফ গ্রাহককে। এটা থেকে নির্দিষ্ট কয়েকটি শিল্প এবং নির্দিষ্ট কয়েকটি এলাকার ক্ষেত্রে সেই সংযুক্তিকরণের সময়সীমা (Deadline) বাড়ানো হলো। এই তালিকায় আছেন বিড়ি, চা, কফি, পাট, লঙ্কা, এলাচ, রবার, সিংকনা প্রভৃতি চাষের সঙ্গে যুক্ত শ্রমিকরা। নির্মাণকার্যের সঙ্গে যুক্ত শ্রমিকরাও রয়েছেন এই তালিকায়।