নিজস্ব সংবাদদাতা: এবার ইলন মাক্সের দেখানো পথে হাঁটলেন ওলার প্রতিষ্ঠাতা। মাস্কের মতই নিজের সংস্থার কর্মচারীদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড জমা দেওয়ার নির্দেশ দিলেন ভাবিশ। এদিন তিনি জানান, "কেয়া চল রাহা হ্যায় ?" নামে নয়া উদ্যোগ নেবে তাঁর কোম্পানি। যার মাধ্যমে ওলা কর্মীরা সেই সপ্তাহে কী কী কাজ করেছেন তা ৩-৫টি বুলেট পয়েন্ট করে ইমেলে পাঠাবেন। সম্প্রতি ইলন মাক্সও কর্মীদের এই নির্দেশ দেন।
ওলা-র তরফে জানানো হয়, মঙ্গলবার থেকেই আমরা 'কেয়া চল রাহা হ্যায়' শুরু করেছি। সব কর্মীরা পরিচালকদের সঙ্গে সাপ্তাহিক আপডেট শেয়ার করবেন। আরও জানানো হয়, Kyachalrahahai@olagroup.in আইডিতেই প্রতি রবিবার রিপোর্ট ইমেল করে পাঠাতে হবে।
ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটের কারণেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থা। সোমবারই এক ধাক্কায় ১,০০০-এরও বেশি স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করেছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ওলা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই, কর্মীদের উপর চাপ বাড়াল ওলার প্রতিষ্ঠাতা ও CEO।
/anm-bengali/media/media_files/2025/03/04/jRSqrzzY7LuCsCSYz99v.jpg)