নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ও বিধানসভা ভোটের আগে নাটকীয় মোড় নিয়ে তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্য রাজনীতি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে আটক হয়েছে রাজ্যের মন্ত্রী ভি সেন্থিল বালাজি। এদিকে তাঁকে আটকের কয়েক ঘণ্টা পর বুধবার তামিলনাড়ুর মন্ত্রী পোনমুডি এটিকে "প্রতিশোধমূলক কাজ" বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে কেন্দ্র এমন রাজ্যগুলির বিরুদ্ধে অন্যায় করছে যেখানে অ-বিজেপি সরকার রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত রাতে অর্থ পাচারের অভিযোগে সেন্থিলকে হেফাজতে নিয়েছে। তামিলনাড়ুর মন্ত্রী পোনমুডি এবং আনবিল মহেশ পোয়ামোঝি ওমানদুরার সরকারি হাসপাতালে মন্ত্রী সেন্থিল বালাজির সাথে দেখা করতে এসেছিলেন। এরপর পোনমুডি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "এটি একটি প্রতিশোধমূলক কাজ। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, দিল্লি এবং এখানকার মতো রাজ্যগুলি যেখানে অ-বিজেপি সরকার রয়েছে সেখানে অনেক ভুল কাজ করছে।‘