বিহার নির্বাচনের আগে বিহারকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার, একাধিক ক্ষেত্রে বিহারই উন্নতির মুখ!

কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi nitishs.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছরের শেষেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই তাই কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ। যেন নীতীশ কুমারকে পাত পেরে সাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের কপালে কী না জুটল! শিক্ষা, শিল্প, কর্মসংস্থান সব কিছু ঢালাও করে সাজিয়ে দিল এবারের বাজেট।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ কেন্দ্রে বিজেপি সরকারের শরিক। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন জানিয়েছিল নীতীশের দল। মনে করা হচ্ছে, বাজেটে তারই উপহার পেল বিহার।

nitish kumarq2.jpg

শনিবারের বাজেটে বিহারের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিহারের মাখনা বোর্ড গড়ার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এর জেরে উত্তর বিহারের কৃষকরা এর ফলে লাভবান হবেন। বিহারে বিমান পরিষেবা আরও উন্নত করতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও বিহারের জন্য নানা জনহিতকর ঘোষণা করেছেন নির্মলা। আইআইটি পাটনা নিয়েও রয়েছে একাধিক ঘোষণা।

এছাড়াও মিথিলাঞ্চল এলাকায় খাল নির্মাণ করা হবে। এর ফলে বিহারের প্রায় ৫০ হাজার হেক্টর এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। 

nitishhjkj2.jpg

আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে ১২টি আসনে জিতেছিল নীতীশের দল জেডিইউ। কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল জেডিইউ ও চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। তাদের সমর্থনে কেন্দ্রে সরকার গড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তারই সুফল এবারের বাজেটে পেলেন নীতীশ কুমার, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।