নিজস্ব সংবাদদাতা: ওড়িশার KIIT-তে নেপালি ছাত্রীর মৃত্যুর প্রসঙ্গে অখিল ভারত নেপালি একতা সমাজের ভুবনেশ্বরের সভাপতি রেকম জিসি বলেছেন, "আজ সকালে ওই ছাত্রীর মৃতদেহ AIIMS থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ এখান থেকে দিল্লি এবং তারপর গোরক্ষপুর হয়ে তার গ্রামে (নেপালে) নিয়ে যাওয়া হবে। তার শেষকৃত্য তার গ্রামেই করা হবে। KIIT নেপালে পাঠানো শিক্ষার্থীদের থাকার খরচ বহন করবে। বিক্ষোভ চলছে। পরিস্থিতি যতক্ষণ ভয়াবহ থাকবে ততক্ষণ KIIT-এর জন্য শিক্ষার্থীদের NOC না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। আমরা চাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কোনও নির্দোষকে শাস্তি না দেওয়া হোক।"