নাসার নভোচর সুনীতা উইলিয়ামস ‘ভারতের মেয়ে’

গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত নাসার নভোচর সুনীতা উইলিয়ামসের পৈতৃক গ্রাম ঝুলাসন। সুনীতার পৃথিবীতে আসা প্রসঙ্গে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

author-image
Jaita Chowdhury
New Update
ipouyghfdzx

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে মঙ্গলবার ‘ভারতের মেয়ে’ বলে সম্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, গোটা দেশ সুনীতার জন্য ‘গর্বিত’ এবং তিনি যাতে নিরাপদে ফিরে আসেন তার জন্য প্রার্থনা করছে। উল্লেখ্য,গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত নাসার নভোচর সুনীতা উইলিয়ামসের পৈতৃক গ্রাম ঝুলাসন।

p[oiuyfgdxz
ফাইল চিত্র