নিজস্ব সংবাদদাতা : আজ ‘মন কি বাত’-এর ১১৯তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের বি আর টি টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য সোলিগা জনজাতির অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ''সোলিগা সম্প্রদায় বাঘকে উপাসনা করে, যার ফলে এই অঞ্চলে মানুষ ও পশুর মধ্যে সংঘাত প্রায় নেই। একইভাবে, গুজরাটের গির অরণ্যে স্থানীয়দের প্রচেষ্টায় এশিয়াটিক সিংহের সংরক্ষণ সম্ভব হয়েছে।'' প্রধানমন্ত্রী আরও বলেন, ''বিগত কয়েক বছরে সকলের নিবেদিত প্রচেষ্টার কারণে বাঘ, চিতা, এশিয়াটিক সিংহ, গণ্ডার ও হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।''