মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ
মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের উদ্বেগ! তীব্র প্রতিক্রিয়া দেখাল ভারত
অশান্তির পুঙ্খানুপুঙ্খ তদন্তে মালদার পথে মহিলা কমিশনের টিম
মুসমানরা কবরে শুয়ে নেই... ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
যীশু খ্রীষ্টের আত্মত্যাগ স্মরণ করে দেশবাসীকে শান্তি ও সহানুভূতির বার্তা দিলেন মোদী
মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপালের মুর্শিদাবাদ সফর! উঠছে রাজনৈতিক প্রশ্ন
ঝেঁপে বৃষ্টি কলকাতায়— দুপুরের পর থেকেই শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব, কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন

মধ্যপ্রদেশ STF ক্রমাগত অভিযান চালিয়ে খুঁজে বের করছে মাওবাদী ঘাঁটি ও বিস্ফোরক স্থলগুলি

মাওবাদী ক্যাডাররা সাধারণত খনি থেকে জিলেটিন স্টিক লুট করছে বলেই আশঙ্কা পুলিশের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Maoist fdf

File Picture

নিজস্ব সংবাদদাতা: কানহা এবং বালাঘাটে মাওবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের পরে, মধ্যপ্রদেশ STF অতিমাত্রায় অস্ত্র ও বিস্ফোরকগুলির উৎস খুঁজে বের করার জন্য গোয়েন্দা যোগ সূত্র বাড়িয়েছে৷ যা জানা যাচ্ছে যে, মাওবাদীরা জঙ্গলের গভীরে প্রচুর পরিমাণে বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে।

গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে যে, মাওবাদীরা প্রতিশোধ নেওয়ার জন্য মান্ডলা এবং কানহা-র গভীর জঙ্গলের ভিতরে পুনরায় সংগঠিত হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মাওবাদীরা সাধারণত জিলেটিন স্টিক এবং এর সাথে সম্পর্কিত উপকরণ খোঁজে যা সাধারণত বোরওয়েল খননের জন্য ব্যবহৃত হয়। জিলেটিন স্টিকগুলি খনিতেও ব্যবহৃত হয়।

mp STF

মান্ডলা অঞ্চল এবং ছত্তিশগড়ে প্রচুর পরিমাণে খনি রয়েছে। পুলিশ জানিয়েছে যে মাওবাদী ক্যাডাররা সাধারণত খনি থেকে জিলেটিন স্টিক লুট করে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কথায়, “তারা নলকূপের ঠিকাদারদের বিস্ফোরক দিতেও বাধ্য করে”। পুলিশের গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে ২০০২ সালে বালাঘাট অঞ্চলে স্থানীয় খনিতে ব্যবহৃত দুই ট্রাক বিস্ফোরক, লুট করে মাওবাদীরা। যদিও পরবর্তীতে মধ্যপ্রদেশ পুলিশ বিস্ফোরকের কিছু অংশ উদ্ধারের জন্য অভিযান চালায়, তবুও একটি বড় অংশ এখনও মাওবাদীদের হাতে রয়েছে এবং তারা গত দুই দশক ধরে সেগুলি ব্যবহার করে আসছে, বলেই আশঙ্কা গোয়েন্দাদের।

stf  fhbn

মধ্যপ্রদেশ পুলিশের এসটিএফের অ্যাডিশেনল ডিরেক্টর জেনারেল পঙ্কজ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, “আমরা মাওবাদীদের বিরুদ্ধে আমাদের অভিযান চালিয়ে যাব। আমাদের কর্মকর্তারা বর্তমানে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছেন”।