‘মোদী, শাহ এখনও বদলাননি, একই ভাবে চলছেন’, কড়া হুঁশিয়ারি খাড়গের গলায়

ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে যে বিবৃতি দিচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul khargewr2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংবিধান বিতর্ক চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় এদিন উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। যা রীতিমতো ধাক্কাধাক্কিতে পরিণত হয়। রাজ্যসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন বলেন, “সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে যে বিবৃতি দিচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক। তিনি (অমিত শাহ) গতকাল সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, জওহরলাল নেহরু, ড আম্বেদকর নিয়ে। তখনও একই মন্তব্য করেন”। এদিন আরও কি বলেছেন খাড়গে, শুনে নিন -

fdgfhmhn