মায়ানমারকে এখনও সাহায্য করে চলেছে ভারত, ‘অপারেশন ব্রক্ষা’র দৌলতে সফল হল অস্ত্রোপচার

অপারেশন ব্রহ্মার সাফল্যের কথা প্রকাশ্যে আনল MEA-XP বিভাগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GndJt7HbgAALZp-

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মেডিকেল কন্টিনজেন্ট দ্বারা প্রতিষ্ঠিত আর্মি ফিল্ড হাসপাতাল ১০৪ জন রোগীর চিকিৎসা করেছে। ২টি বড় অস্ত্রোপচারও সফল হয়েছে। অপারেশন ব্রহ্মার এমনই সাফল্যের কথা প্রকাশ্যে আনল MEA-XP বিভাগ।

GndJu1bbwAA_ACF

যা জানা যাচ্ছে, স্থানীয় সময় দুপুর ১টায় ১৬ টন HADR উপাদান নিয়ে একটি C130J বিমান মান্দালয় বিমানবন্দরে পৌঁছায়। লেফটেন্যান্ট জেনারেল মায়ো মো অং এবং মায়ানমার সরকারের বিশিষ্ট ব্যক্তিদের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করা হয়। HADR সহায়তার জন্য মান্দালয়ে অবতরণ করা এটিই প্রথম বিমান। NDRF টিম কাজ করছে এবং আজ আরও ৫টি মৃতদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মোট মৃতদেহের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। NDRF গঙ্গা ঘাট মন্দিরেও সার্চ অপারেশন পরিচালনা করেছে বলে জানিয়েছে। তবে সঠিক সময়ে গোটা টিম মান্দালয় বিমানবন্দরে পৌঁছাতে পারায় ২টি বড় অস্ত্রোপচার সফল হয়েছে।