Mahakumbh 2025: এবারের মহাকুম্ভ মেলা হতে চলেছে সেলেব মুখী, থাকছেন একঝাঁক তারকা

মহাকুম্ভ মেলার সান্নিধ্যে থাকবেন বহু শিল্পীরাও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahakumbh mela

File Picture

নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষিত আধ্যাত্মিক মেলা, মহাকুম্ভ মেলা আগামী ১৩ জানুয়ারি, ২০২৫ তারিখে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে চলেছে৷ আইকনিক ইভেন্টটি শুধু এই সময়েই জাঁকজমকপূর্ণ হবে তা নয় বরং একই সাথে নিরাপদ, সমৃদ্ধ হবে। আধ্যাত্মিকতা ও উজ্জ্বল এক অপূর্ব সংমিশ্রণের সাক্ষী হবে এই মহাকুম্ভ মেলা। এমনিতেই ১২ বছর পর আসে এই মহাকুম্ভ মেলা। স্বাভাবিক ভাবেই এবছর সেই দিকে নজর থাকবে বহু মানুষের। শুধুমাত্র দেশ-বিদেশ থেকে আগত সাধারণ মানুষ, ভক্তরা নন; মহাকুম্ভ মেলার সান্নিধ্যে থাকবেন বহু শিল্পীরাও।

বেশ কিছু বলিউড সেলিব্রিটিদের অনুষ্ঠানে যোগ দিতে এবং সঙ্গমে পবিত্র ডুব দিতে দেখা যাবে এবার। নীচে দেওয়া হল সেই সেলিব্রিটিদের তালিকা, যারা ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে এমন ১২ বছরে একবার পবিত্র অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

২০২৫ সালের মহাকুম্ভ মেলায় কোন সেলিব্রিটিরা যোগ দেবেন?

mahakumbh

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি বা ভোজপুরি সিনেমার বেশ কিছু সেলিব্রিটি প্রয়াগরাজে এসে সঙ্গমে পবিত্র ডুব দেবেন বলে আশা করা হচ্ছে। এই সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুপ জালোটা, রেণুকা শাহানে, আশুতোষ রানা, রবি কিষাণ, মনোজ তিওয়ারি, অক্ষরা সিং এবং রাখি সাওয়ান্ত।

এই জনপ্রিয় ব্যক্তিত্বরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে পবিত্র আচার-অনুষ্ঠানে অংশ নেবেন। এই সেলিব্রিটিদের থাকার জন্য তাদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য বেশ কিছু অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে। সঙ্গমে তাদের আগমনের নির্দিষ্ট তারিখ এখনও গোপন রয়েছে।

প্রতি ৪ বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি ৬ বছরে অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি ১২ বছর পর পর মহা কুম্ভ মেলার আয়োজন করা হয়। ২০১৩ সালে শেষ মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল।

kumbh-mela

এর পরে, ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। এখন, ২০২৫ সালে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। ২৯ জানুয়ারি সিদ্ধি যোগে মহাকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। এই দিনে, সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক সাধু ও হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিতে সমবেত হন পবিত্র এই মেলায়। যার অংশীদার হন সেলিব্রিটিরাও।