নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে ২০২৩ সালের সেনা জওয়ান হত্যা মামলায় এক বড় সাফল্য।
/anm-bengali/media/media_files/2025/02/19/lSGnCh8zTmXLTWgMxxUT.jpeg)
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আজ এই মামলায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৪ সিপিআই (মাওবাদী) কর্মী এবং সহযোগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম ভবন লাল জৈন ওরফে ভুবন জৈন এবং তার সহযোগী সুরেশ কুমার সালাম, শৈলেন্দ্র কুমার বাঘেল ওরফে গোলু এবং আন্দুরাম সালাম। এই তথ্য দিল এনআইএ।