বাংলাতেও ফুটবে পদ্ম ! লোকসভায় দাঁড়িয়ে বড় দাবি করলেন অমিত শাহ

আজ লোকসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচন নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

author-image
Debjit Biswas
New Update
amit shah

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি, আর এই ইস্যুতে রাজ্য বিজেপি বারবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছে। কিন্তু এইবার এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূলকে চরম আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "দিল্লি এতদিন বাকি ছিল, কিন্তু এখন আয়ুষ্মান ভারত প্রকল্প দিল্লিতেও চালু হয়েছে। এখন শুধু পশ্চিমবঙ্গ বাকি আছে। আগামী নির্বাচনের পর পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে।"

Amit shah

অমিত শাহের এই মন্তব্যের পর, যথেষ্ট উচ্ছসিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা।