নিজস্ব সংবাদদাতা : আজ মহা শিবরাত্রির এই পবিত্র দিনেই শেষ হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই একটি আবেগঘন বার্তা দিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। আজ এই বিষয়কে কেন্দ্র করে তিনি বলেন, '' মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে এই কুম্ভ মেলা খুবই নিরাপদে সম্পন্ন হয়। কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা সম্পূর্ণ অনভিপ্রেত। যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাই। কিছু মানুষ কিছু অসুবিধার শিকার হয়েছেন ঠিকই, কিন্তু আমি সর্বদা সকলের সুস্থতা কামনা করি। ''