‘মুসলিমদের উন্নয়নের কথা ভাবছেন, কিন্তু শহরের উন্নয়ন ভাবছেন না’, এ কেমন রূপ?

'মুখ্যমন্ত্রী ১০০০ কোটি টাকার সিএম মুসলিম কলোনি উন্নয়ন তহবিলেরও প্রস্তাব করেছেন': তেজস্বী সূর্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tejaswisuryaha.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক মন্ত্রিসভা মুসলিম ঠিকাদারদের জন্য ৪% সংরক্ষণ অনুমোদন করেছে ইতিমধ্যেই। যা নিয়ে দক্ষিণী রাজনীতি নতুন করে সরগরম। 

tejaswiio1.jpg

এই সংক্রান্ত বিষয়ে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এদিন বলেন, “শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক, স্পষ্টতই অবৈধ এবং দেশের জাতীয় ঐক্য ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। বাবাসাহেব আম্বেদকর সহ সংবিধানের প্রণেতারা এই ধারণার তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি এই ধারণাকে জাতীয় অখণ্ডতার বিরুদ্ধে ‘মারাত্মক প্রভাব’ বলে অভিহিত করেছিলেন এবং এই ধারণা ভারতের দিকেই পরিচালিত করবে। মুখ্যমন্ত্রী ১০০০ কোটি টাকার সিএম মুসলিম কলোনি উন্নয়ন তহবিলেরও প্রস্তাব করেছেন। এটা কী? আপনি বলছেন যে বেঙ্গালুরু শহরের গর্ত ভরাট করার জন্যও আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি মুসলিম কলোনি উন্নয়নের জন্য এত বিশাল অঙ্কের অর্থ দিতে পারেন”।