নিজস্ব সংবাদদাতা: গতকাল রাত্রের কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুলপি ডায়মন্ড হারবার সহ বেশ কিছু এলাকা। গতকাল রাত্রে শিলাবৃষ্টি সাথে কালবৈশাখী ঝড়ে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার কামারচক রামনগর গাজীপুর রামকিশোর সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। আমার চোখ গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে একাধিক গাছ। এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন কামারচক গ্রাম পঞ্চায়েতে। তবে কোন প্রাণহানির খবর না থাকলেও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিরা স্থানীয় ব্লগ উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছে বলে জানা যায়।
অন্যদিকে ডায়মন্ড হারবারে ঝড়ের দাপটে বিশাল বড় গাছ ভেঙে পড়ে দুমড়ে মুজুরে গেল বেশ কয়েকটি দোকান ভেঙে পড়লো ইলেকট্রিক ট্রান্সফরমার। অন্যদিকে আবার ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে দ্বিতীয় দফার সেবাস্যায় ক্যাম্প চলছে তারও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙে পড়েছে একাধিক বড় বড় হাইমাস গেট ও ফেস্টুন। সবমিলিয়ে গতকাল রাত্রের কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ ২৪ পরগনা।
/anm-bengali/media/media_files/2025/03/17/hcZYW9iykA96Yooa2hWV.jpg)