নিজস্ব সংবাদদাতাঃ স্কুলের পড়ুয়াদের নোটবুক সরবরাহ না করার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের তীব্র সমালোচনা করে আইনজীবী তথা আবেদনকারী অশোক আগরওয়াল বলেছেন, " দিল্লি সরকারের শাস্তি প্রাপ্য ছিল। তাদের পরিচালিত বিজ্ঞাপনে দেখা যায়, তারা বিশ্বমানের প্রতিষ্ঠান চালালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি দিল্লি সরকার এবং এমসিডির বেশ কয়েকটি স্কুল দেখেছি; দিল্লির একটি ক্লাসে ১৪০ জন ছাত্রকে দেখলাম। এক ক্লাসে তিন সেকশন একসঙ্গে বসে ক্লাস করে। সেখানে জলের ব্যবস্থা নেই এবং একই অবস্থা আমি এমসিডি স্কুলগুলিতেও দেখেছি। বিষয়টি হল এমসিডিতে ৮ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার অধিকার আইনের অধীনে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক, খাতা, লেখার উপকরণ এবং ইউনিফর্ম পাওয়ার অধিকারী। আট লাখের মধ্যে একজন পড়ুয়াও তা পায়নি। একইভাবে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০ লক্ষ পড়ুয়া যারা শিক্ষার অধিকার আইনের আওতায় পড়েন, তারা দিল্লি সরকারের অধীনে। তারা এখন নোটবুক পেয়েছে। ''