নিজস্ব সংবাদদাতা: আজ থেকে ফের শুরু হল অধিবেশন। বাজেট অধিবেশনের পরবর্তী অধিবেশন শুরু হল সোমবার থেকে। আর প্রথম দিনই নির্বাচন কমিশন নিয়ে তোলপাড় হল রাজ্যসভা।
/anm-bengali/media/media_files/b73sB1YTUehDFIzMsfsv.webp)
রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এদিন বলেন, “নির্বাচন কমিশন সরকারের হাতে রয়েছে। গণতন্ত্র যদি এভাবে চলতে থাকে এবং নির্বাচন কমিশন সরকারের পক্ষে লবিং করতে থাকে, তাহলে অবশ্যই যে ফলাফল আসবে তা আপনার সামনে রয়েছে এখন। এই ব্যবস্থা যদি চলতেই থাকে, তাহলে তা গণতন্ত্র নয়, একটা প্রতারণা। আমরা বহু বছর ধরে সন্দেহ করছি, মাটিতে যা হয় তা সবাই শুনতে পায় না, এটাই সমস্যা হচ্ছে”।