নিজস্ব সংবাদদাতা: বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি দীনেশ কুমার শর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করেছে। খুব শীঘ্রই তিনি কলকাতা হাইকোর্টে নিজের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে।
Supreme Court Collegium recommends transfer of Justice Dinesh Kumar Sharma from the Delhi High Court to Calcutta High Court. pic.twitter.com/J1uadtmG5D