নিজস্ব সংবাদদাতা : আজ দিশা সালিয়ান মৃত্যুকাণ্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। তিনি বলেন, "দিশার বাবা যা করেছেন তা সঠিক, এরফলে অন্তত এটা স্পষ্ট হবে যে এটি একটি আত্মহত্যা ছিল নাকি হত্যা। আমি আশা করি সুশান্তের সত্যিও একদিন সামনে আসবে এবং সেইদিন বোঝা যাবে আসলে কী ঘটেছিল।''
/anm-bengali/media/media_files/2025/03/20/ZAfRnXWcZNf57XhBXSIr.jpeg)
এর পাশাপাশি তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের প্রশংসা করেন। তিনি বলেন, ''এখন সুবিচার আশা করা যায়, কারণ এখন সরকার পরিবর্তিত হয়েছে, আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের অনেক পার্থক্য রয়েছে। আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট, আশা করছি তিনি যা করবেন ঠিকই করবেন।"