Haldwani Violence: ভয়াবহতা ক্রমশ বাড়ছে, হিংসা রয়েছে এখনও অনেক

জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বনভুলপুরায় কারফিউ জারি করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1707450353_uttarakhand.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মসজিদ সংলগ্ন মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরাখণ্ডের হলদোয়ানি। সময় যত গড়াচ্ছে ততোই যেন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। হলদোয়ানির বনভুলপুরায় হিংসা ছড়িয়ে পড়ার পরেই ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেই দিকেই নজর রাখছে প্রশাসন।

এই পরিস্থিতির শুরুটা হয় ভয়ঙ্কর ভাবেই। গতকাল প্রথমেই হলদোয়ানির হিংসা-বিধ্বস্ত এলাকায় ক্ষিপ্ত জনতা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেয়, ফলে উত্তেজনা দাবানলের মত ছড়িয়ে পড়ে। গতকালের সেই বিরোধী অভিযানের পর হলদোয়ানির বনভুলপুরায় সহিংসতা ছড়িয়ে পড়ে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বনভুলপুরায় কারফিউ জারি করা হয়েছে।

 

এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১০০ জনেরও বেশি পুলিশ আহত হয়েছেন। প্রশাসনও সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা এপি অংশুমান। একই সাথে গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে।

 

স্ব

স

স