নিজস্ব সংবাদদাতা : এবার অভিন্ন দেওয়ানি বিধি (UCC)-এর পক্ষে বড় দাবি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, "দেশে এই প্রথমবার সব জাতি, সব ধর্ম ও সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য একই আইন চালু হয়েছে।"
/anm-bengali/media/media_files/EKP3qhRuOxa7mwumSvQv.jpg)
তিনি আরও বলেন, "UCC-র বাস্তবায়নের ফলে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত হবে। এটি দেশের সংবিধানের মূল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।"