নিজস্ব সংবাদদাতা: UGC-NET বাতিলের বিষয়ে, কর্ণাটকের বিধায়ক প্রিয়াঙ্ক খাড়গে এদিন বলেন, "আমাদের ইশতেহারে, একটি প্রধান নির্বাচনী ইস্যু ছিল পেপার ফাঁস তত্ত্ব, তা রাজ্য বা কেন্দ্রীয় স্তরে যাই হোক না কেন। সেই সময় বিজেপি আমাদের উপহাস করেছিল এবং বলেছিল ২৫ লাখেরও বেশি পরীক্ষার্থী NEET দিয়েছে এবং তারা জানেও না এমনকি মানেও না যে একটি পেপার ফাঁসের ঘটনা ঘটেছে। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো NET-এর ক্ষেত্রেও। কারণ এই ঘটনায় চারজন লোককে গ্রেপ্তার করা হয়েছে বিহার থেকে। 'পরীক্ষা পে চর্চা' করার জন্য প্রধানমন্ত্রীর ব্যাপক আগ্রহ আছে কিন্তু এই বিষয়ে কেন তিনি নীরব?”