ফেঙ্গলের তাণ্ডব, জলমগ্ন এলাকা, বিলি ত্রাণসামগ্রী

রাতভর তাণ্ডব চালিয়েছে ফেঙ্গল।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাতেই তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। এই আবহে তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় সাধারণ জনজীবন ব্যহত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু লোকের মৃত্যু হয়েছে। এই আবহে ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী ঘূর্ণিঝড় ফেঙ্গল দ্বারা সৃষ্ট ভারী বৃষ্টিপাতের পরে পুদুচেরিতে বন্যা ত্রাণ কার্যক্রম শুরু করেছে। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ঝড়ের ফলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবিলম্বে সহায়তার অনুরোধ জানিয়ে পুদুচেরির জেলা কালেক্টরের কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধের প্রতিক্রিয়ায় অপারেশনগুলি শুরু করা হয়েছে।