আসছে ফেঙ্গল, ভারী বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই

ধেয়ে আসছে ফেঙ্গল।

author-image
Adrita
New Update
র

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর ভারী বৃষ্টির মধ্যে চেন্নাই জেলার কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

ঘূর্ণিঝড়ের ফলে বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বিগত সপ্তাহ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যার জেরে উপকূলীয় এলাকাগুলিতেও কোস্ট গার্ডের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। 

Tamil Nadu on high alert as Cyclone Fengal nears the coast

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুসারে জানা গিয়েছে যে, ঘূর্ণিঝড় ফেঙ্গল আজ ৩০ নভেম্বর সন্ধ্যায় ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড় হিসাবে পুদুচেরির কাছে করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করবে। 

Cyclone Fengal: Deep Depression Over Bay Of Bengal Expected To Weaken Near  Tamil Nadu, Puducherry Coasts | India News | Zee News

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, সাতটি উপকূলীয় জেলায় বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়াও এই এলাকায় এক লাল আবহাওয়ার সতর্কতা বজায় রেখেছে তারা। আবহাওয়াবিদদের পূর্বাভাস মারফত আরও জানা গিয়েছে যে, এই এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।