ভোটের আগে দিল্লিবাসীর উদ্দেশে বার্তা নির্বাচনী আধিকারিকের

কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী। পুলিশে পুলিশে ছয়লাপ চারিদিক। নির্বাচন শুরুর আগে বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আর অ্যালিস ভাজ। কী বললেন ভাজ?

author-image
Jaita Chowdhury
New Update
R Alice Vaz

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন। কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী। পুলিশে পুলিশে ছয়লাপ চারিদিক। নির্বাচন শুরুর আগে বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আর অ্যালিস ভাজ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাজ বলেন, "আমি দিল্লির সমস্ত মানুষকে অনুরোধ করছি যে আপনারা এখানে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনারা স্বাচ্ছন্দ্য ও সুবিধার্থে ভোটকেন্দ্রে যথাযথ ব্যবস্থা করেছি এবং আপনাদের সবার কাছে আমার আবেদন, আপনারা এসে ভোট দিন।''