নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জাবের সব লোকসভা আসনে আপের লড়াইয়ে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “রাহুল গান্ধী যখন থেকে তাঁর তথাকথিত ন্যায় যাত্রা শুরু করেছেন, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এটি বাই-বাই যাত্রায় পরিণত হয়েছে। প্রথমে মায়াবতীকে বিদায় জানালেন, তারপর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবার পাঞ্জাবকে বিদায় জানিয়ে আপ ঘোষণা করল যে তারা একাই ১৪টি আসনে লড়বে। একই পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কেরলেও। শিগগিরই দেশের মানুষও তাদের বিদায় জানাবে। এটি ইন্ডির জোট কাঠামোর জন্য আরও একটি আঘাত।”
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)