ধোঁয়ায় ঢাকা দিল্লির জন্যে চিন্তা বাড়ছে গোটা দেশের! বসবাস যোগ্য নেই আর রাজধানী

শীত পড়ার আগের থেকেই দিল্লির অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
air-pollution-in-India_Hi-res

File Picture

নিজস্ব সংবাদদাতা: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) অনুসারে বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ক্রমাগত 'গুরুতর' বিভাগে থাকার কারণে দিল্লি সকালের দিকে ধোঁয়াশার চাদরে ঢেকে যায়।

গুরুতর বায়ু মানের কারণে দিল্লি এনসিআরে GRAP 3 বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্মাণ, ধ্বংস এবং অপ্রয়োজনীয় খনি খননের কাজ নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃরাজ্য বাসের উপর বিধিনিষেধ এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভার্চুয়াল শিক্ষায় স্থানান্তরও অন্তর্ভুক্ত করেছে সরকার বলে জানা যাচ্ছে।

pollutionn

শীত পড়ার আগের থেকেই দিল্লির অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এদিন দিল্লির কর্তব্য পথের আশেপাশের এলাকাকে দেখ যায় বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢাকতে। কারণ দিল্লি জুড়ে বায়ু গুণমান সূচক (AQI) কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) অনুসারে বেশ কয়েকটি এলাকায় 'গুরুতর' বিভাগে রয়েছে।

c

দূষণের মাত্রা অব্যাহত থাকায় লাল কেল্লার আশেপাশের এলাকা জুড়ে ধোঁয়াশার ঘন স্তরও এদিন দেখা যায়।