এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পাওয়ার কি বলেছেন?
নিজের রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের উপস্থাপনা পর্যালোচনায় যোগী
বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা কি বললেন?
দাতব্য কর্ম বিভাগের উপস্থাপনা নিয়ে বৈঠক যোগীর
দিলীপ ঘোষের বিয়ে! তবে তরজায় তরুণজ্যোতি কুণাল- কুণালকে কড়া জবাব তরুণজ্যোতি তিওয়ারির
শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ- পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা বঙ্গ নেতার- শুধু পড়ুন একবার
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, দিলীপ ঘোষকে নিয়ে বড় ট্যুইট কুণালের- চলছে শোরগোল
হিংসা মামলার শুনানিতে রাজ্যের চাপ বাড়ছে ৪টি বিষয়ের ওপর, বলছেন আইনজীবী
ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও কি বলেছেন?

একই স্থানে ২৪ ঘন্টার মধ্যে দুইবার আগুন! পুরো এলাকা খালি করে দেওয়া হল

পুলিশ কি বলছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা:গুজরাটে গত ২৪ ঘন্টার মধ্যে সুরাটের শিবশক্তি টেক্সটাইল মার্কেটে একই স্থানে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনা নিয়ে ডিসিপি ভগীরথ গাধবী মুখ খুললেন, তিনি বলেন, "ফায়ার ব্রিগেডের দল শিবশক্তি কাপড়ের বাজারে আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে... পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে, পুলিশ পুরো এলাকাটি খালি করেছে... পুলিশও প্রচুর পরিমানে মোতায়েন করা হয়েছে। আশেপাশের এলাকায় যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে... এখানে অন্যান্য দোকান আছে, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। শিবশক্তি মার্কেটে ৮০০ দোকান, সব দোকান বন্ধ, আশপাশের মার্কেটের দোকানও বন্ধ"।