নিজস্ব সংবাদদাতা:গুজরাটে গত ২৪ ঘন্টার মধ্যে সুরাটের শিবশক্তি টেক্সটাইল মার্কেটে একই স্থানে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে ডিসিপি ভগীরথ গাধবী মুখ খুললেন, তিনি বলেন, "ফায়ার ব্রিগেডের দল শিবশক্তি কাপড়ের বাজারে আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে... পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে, পুলিশ পুরো এলাকাটি খালি করেছে... পুলিশও প্রচুর পরিমানে মোতায়েন করা হয়েছে। আশেপাশের এলাকায় যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে... এখানে অন্যান্য দোকান আছে, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। শিবশক্তি মার্কেটে ৮০০ দোকান, সব দোকান বন্ধ, আশপাশের মার্কেটের দোকানও বন্ধ"।