তেজ প্রতাপ যাদবের নির্দেশে নেচেছিলেন হোলিতে ! অপসারিত হলেন কনস্টেবল

কি পদক্ষেপ নেওয়া হল বিহার পুলিশের তরফ থেকে ?

author-image
Debjit Biswas
New Update
TEJ PRATAP YADAV

নিজস্ব সংবাদদাতা : গতকাল হোলির উৎসবে বিহারের বিধায়ক তেজ প্রতাপ যাদবের নির্দেশে, জনসমক্ষে নাচতে দেখা গিয়েছিল দেহরক্ষী কনস্টেবল দীপক কুমারকে। এরপর এই ঘটনার কথা দ্রুত ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। আর আজ এই ঘটনার খেসারত দিতে হল দেহরক্ষী কনস্টেবল দীপক কুমারকে। কারণ এই ঘটনার পর আজ তাঁকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

TEJ PRATAP

আজ পাটনার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপক কুমারের বদলে এক নতুন কনস্টেবলকে ওই দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।