নিজস্ব সংবাদদাতা: ২২ মার্চ মণিপুরের ত্রাণ শিবির পরিদর্শনে আসছেন সুপ্রিম কোর্টের ছয় বিচারপতি। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কিরণ কুমার চামালা বলেছেন, "আমরা আনন্দিত যে বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে এবং মণিপুরের জন্য কিছু করছে। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কখনও মণিপুর সফর করেননি। তাই এত মাস পর, অন্তত আদালতগুলি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)