নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার মহেন্দ্রগড়ে এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, "ওঁর (প্রধানমন্ত্রী মোদী) খ্যাতি, ভাবমূর্তি নষ্ট হয়েছে। গুব্বারা ফাট গয়া হ্যায়'। এখন আমি যা খুশি, ওঁকে দিয়ে বলতে পারি। আমি বললাম, মোদীজি, আপনি দশ বছর ধরে আদানি-আম্বানির নাম নেননি, আপনি তাদের নাম নিন, দু'দিন পর নরেন্দ্র মোদী বলেন, আদানি-আম্বানি টেম্পোতে কংগ্রেসকে টাকা দিচ্ছেন। মোদীজি, আপনি কী করে জানলেন যে ওঁরা টেম্পোতে টাকা দিচ্ছে? আর যদি জানেন তাহলে ইডি, সিবিআই, আয়কর বিভাগ দিয়ে আপনাদের বন্ধুদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন না কেন?"