নিজস্ব সংবাদদাতা: 'পুষ্পা ২'-এর প্রিমিয়ার শো চলাকালীন পদপিষ্টের ঘটনায় যেন উত্তেজনার পারদ কিছুতেই কমছে না। নিত্যদিন এই ঘটনায় উত্তেজনা যেন বেড়েই যাচ্ছে।
এবার সন্ধ্যা থিয়েটারের ঘটনায় ফিল্ম প্রযোজক এবং তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু এদিন এই প্রসঙ্গে বলেন, “সিএম রেভান্থ রেড্ডি আগামীকালের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তার সাথে দেখা করবে। আমি তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করব। হায়দরাবাদে উপস্থিত সবাই সেই বৈঠকে হাজির থাকবেন”।