নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার হোলি উৎসব নিয়ে মুখ খুললেন সম্ভালের সার্কেল অফিসার অনুজ চৌধুরী। তিনি বলেন, ''পুলিশ কর্মী হোক বা প্রশাসনের কোনও সদস্য, সবার কঠোর পরিশ্রমের ফলেই আজকের দিনটি সফল হয়েছে। আমরা সবাই হোলি উপভোগ করেছি, কারণ এ ধরনের সুযোগ বছরে একবারই আসে। আমি সকল কর্মী ও জনগণকে ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্যই সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।"
/anm-bengali/media/media_files/2025/03/14/ZfVRbXRQ5zmQUmuqgWOr.JPG)
হোলি উৎসবের সময় যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে, সম্ভালে বিপুলসংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, যা কোনও হিংসার ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।