নিজস্ব সংবাদদাতা:বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, "এবার পরিবর্তনের হাওয়া বইছে এবং দিল্লিতে, 5ই (ফেব্রুয়ারি) জনগণ বিজেপি সরকার গঠন করতে চলেছে। জনগণ কেজরিওয়ালের সুযোগ দিয়েছে, তাও তিনবার এবং দিল্লি কী পেল? দিল্লি দুর্নীতিতে নিমজ্জিত... কেজরিওয়াল, তার ডেপুটি সিএম এবং মন্ত্রীরা কোনো না কোনো কেলেঙ্কারির জন্য জেলে গেছেন... দিল্লির বস্তি ও গলিগুলোর অবস্থাও এমন! গ্রামের চেয়েও খারাপ... রাস্তা জলে উপচে পড়ছে আর গর্ত আছে... দিল্লির সাথে প্রতারণা করেছে তারা"।