নিজস্ব সংবাদদাতা: বুদগাম জঙ্গি হামলার বিষয়ে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহর বিবৃতি প্রসঙ্গে বিজেপি নেতা নলিন কোহলি বলেছেন, " জম্মু ও কাশ্মীর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাক্ষী ছিল। যে প্রশ্নটি আসছে তা যৌক্তিক, সম্ভবত কোনওভাবে জম্মু ও কাশ্মীরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রয়েছে৷ কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যে কোনও ধরনের হিংসাকে দমন করার চেষ্টা করছে। যাদের এই ঘৃণ্য পরিকল্পনা রয়েছে তাদের কঠোর, উপযুক্ত জবাব দেবে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো যেন প্রশ্ন উত্থাপন করার সময়, অসাবধানতাবশত ভারতের শত্রুদের এবং এই সন্ত্রাসী সংগঠনগুলির হাত শক্তিশালী না করে যারা কোনওভাবে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে চায়।"