বাগমতী নদীর জলস্তর বৃদ্ধি, রাজ্যে প্লাবিত কয়েকশো বাড়ি! জানা গেল বড় খবর

বিহারের মুজফফরপুরের বারি ও বাসঘাট্টা পঞ্চায়েতের বাগমতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকশো বাড়ি প্লাবিত হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
vvbbnn13.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুজফফরপুরের বারি ও বাসঘাট্টা পঞ্চায়েতের বাগমতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকশো বাড়ি প্লাবিত হয়েছে। 

vvbbnn14.jpg

একজন গ্রামবাসী বলেন, “আমরা পানিতে খাবার তৈরি করছি, শিশুরা না খেয়ে আছেআমাদের ঘর জলে ভরা আমরা সাপকে ভয় পাই কিন্তু আমাদের কাছে বিকল্প নেই। প্রশাসনের কেউ এখানে আসেনি।

vvbbnn15.jpg

কাটরা সার্কেল অফিসার মধুমিতা কুমারী বলেন, "আমরা খবর পেয়েছি বাগমতী নদীর জলস্তর বেড়েছে। জেলা প্রশাসন আমাদের পঞ্চায়েতগুলির উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল। আমরা তিনটি পঞ্চায়েতের খোঁজখবর নিয়েছি। আমরা বিষয়টি আমলে নিয়েছি আমরা ৫টি নৌকার ব্যবস্থা করেছি। 

vvbbnn16.jpg

Adddd