নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুজফফরপুরের বারি ও বাসঘাট্টা পঞ্চায়েতের বাগমতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকশো বাড়ি প্লাবিত হয়েছে।
একজন গ্রামবাসী বলেন, “আমরা পানিতে খাবার তৈরি করছি, শিশুরা না খেয়ে আছে। আমাদের ঘর জলে ভরা। আমরা সাপকে ভয় পাই কিন্তু আমাদের কাছে বিকল্প নেই। প্রশাসনের কেউ এখানে আসেনি।”
কাটরা সার্কেল অফিসার মধুমিতা কুমারী বলেন, "আমরা খবর পেয়েছি বাগমতী নদীর জলস্তর বেড়েছে। জেলা প্রশাসন আমাদের পঞ্চায়েতগুলির উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল। আমরা তিনটি পঞ্চায়েতের খোঁজখবর নিয়েছি। আমরা বিষয়টি আমলে নিয়েছি। আমরা ৫টি নৌকার ব্যবস্থা করেছি।”