নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে এদিন দেখা করেন নবনিযুক্ত বিহার কংগ্রেসের সভাপতি রাজেশ কুমার। এই সাক্ষাতের বিষয়ে, বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার এদিন বলেন, “এই বৈঠকটি বিহারের প্রেক্ষাপটে ছিল। আমাদের বিহারে পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে হবে। বর্তমানে বিহারে যে সরকার চলছে তা ভালো বিষয়গুলিতে কাজ করছে না। আমাদের কর্মসংস্থানের বিষয়টিতে আরও কাজ করতে হবে; অভিবাসন ঘটছে প্রচুর, সেদিকেও নজর রাখতে হবে। এটি একটি নতুন দায়িত্ব। আমি কম সময়ে আরও কাজ করার সুযোগ পেয়েছি”।
/anm-bengali/media/media_files/2025/03/19/smiVRU8qS3nFBM8a2c9D.PNG)