নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক সরকার এবার এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে হুক্কা বার। শুধু তাই-ই নয়, তামাক কেনার জন্য ন্যূনতম বয়সসীমাও নির্দিষ্ট করে দিতে চলেছে এই সরকার। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী বি. নগেন্দ্র এই কথা ঘোষণা করেছেন ৷ আগে তামাকজাত দ্রব্য কেনার সর্বনিম্ন বৈধ বয়স ছিল ১৮ বছর। মন্ত্রীরা বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আইন (কোটপা) সংশোধন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও আরও বলেন, 'মন্দির ও স্কুলের পাশাপাশি হাসপাতালের কাছে তামাক সেবন ও বিক্রি নিষিদ্ধ। যুবকরা হুক্কা বারের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এটি তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।'