নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা পুলিশ। জানা গিয়েছে, বারামুল্লা পুলিশ এবং সেনাবাহিনীর (Indian Army) ১৬ শিখলির যৌথ বাহিনী চুরুন্দা উরিতে টহল দেওয়ার সময়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে। যদিও টহলরত দল কৌশলে ওই ব্যক্তিকে আটক করার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ওই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বারামুল্লা পুলিশ (Baramulla Police)। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের সময় ওই ধৃত ব্যক্তি তার সহযোগী আহমদ দ্বীন ও মহম্মদ সাদেক খাতানার নাম প্রকাশ করে এবং তাদের কাছ থেকেও ২টি গ্রেনেড, ১টি চাইনিজ পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন ও ৪টি তাজা গুলি উদ্ধার করা হয়। ভারতীয় অস্ত্র আইন এবং ইউএ (পি) আইনে উরি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে বারামুল্লা পুলিশ।