মাত্র দুই দিনে সিকিমের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ তৈরি করল ভারতীয় সেনা

উত্তর সিকিম এবং সাঙকেলাঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সেতু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Vehicle_crossing_Iron_Bridge_on_the_way_to_Lachen,North_Skkim

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৭২ ঘণ্টা আর তার মধ্যেই অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারতীয় সেনাবাহিনী। ১৮০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। সিকিম এবং ভারতীয় প্রশাসনের আধিকারিকরা এই সেতুর উদ্বোধন করেন। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ইঞ্জিনিয়াররা এই সেতু তৈরির পুরো ভাগের দায়িত্বে ছিলেন। 

সিকিমের সাঙ্গকেলান তিস্তা নদীর উপরে তৈরি করা হয়েছে এই বিরাট ব্রিজ। মাত্র তিন দিনে এই সেতু তৈরি করা হয়েছে। সিকিমে এই সেতু দ্বিতীয় সর্বোচ্চ বেইলি সেতু হিসেবে নির্মাণ করা হয়েছে। ভারতীয় সেনার এটি একটি আশাতীত সাফল্য। এর আগে চুথান এলাকায় ২০০ ফুটের বেইলি ব্রিজ তৈরি করেছিল সেনাবাহিনী। এরপরে তৈরি করা হলো এই নতুন সেতু।

indian army ui1.jpg

উত্তর সিকিম এবং সাঙকেলাঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সেতু। একই সাথে জুড়ে গিয়েছে আপার এবং লোয়ার জঙ্গু। পর্যটনের প্রসারে এক বিরাট ভূমিকা নেবে এই সেতু বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। 

এই প্রসঙ্গে ত্রিশক্তি কপসের কর্নেল গৌরব রাঠোর জানিয়েছেন, এটি সিকিমের দ্বিতীয় বৃহত্তম বেইলি সেতু। সীমান্ত সুরক্ষায় জোরদার ভূমিকা পালন করবে এই সেতু। মঙ্গলবার এটি নির্মাণ করা হয় এবং বৃহস্পতিবার এখান থেকে যাতায়াত শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় সেনার আধিকারিক এবং জওয়ানরা নিরন্তর পরিশ্রম করে দিন রাত এক করে এই সেতু নির্মাণ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে তাড়াতাড়ি নির্মাণ করা হলেও এই সেতু ভঙ্গুর নয়। তৈরি করা হয়েছে বৌদ্ধিক এবং পেশী শক্তির উপর নির্ভর করে।

GREqs-ka8AAg2qq