নিজস্ব প্রতিবেদন : দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে রেগুলার বেল গ্রান্ট অনুব্রত'র। অনুব্রতর পক্ষের উকিল মারফত জানা যায় ৪ঠা সেপ্টেম্বর রেগুলার বেলের আবেদন করা হয়েছিল। আজ রেগুলার বেল গ্রান্ট করা হয়েছে। তবে তার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলি ভীত্তিতেই রেগুলার বেল গ্রান্ট হয়েছে অনুব্রত'র। জানুন কি কি সেই শর্ত।
অনুব্রতর রেগুলার বেলের জন্য যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেগুলি হল-
১. ১০ লাখ টাকার বন্ড দিতে হবে।
২. তিনি কোন সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।
৩. তিনি যখন কোন কেস সংক্রান্ত কারণে দিল্লিতে আসবেন, তখন তিনি যেখানে থাকবেন তার ঠিকানা জমা দিতে হবে।
৪. পাসপোর্ট জমা রাখতে হবে।
৫. কোর্টের পারমিশন ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। গ্রেফতার হওয়ার পর এটাই তাঁর প্রথম জামিন।