আপনার দেখা যে কোনও মানুষের থেকে আমি বেশি কঠোর হতে পারে! ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করলেন ট্রাম্প
মেধাবী ভারতীয়দের নিজের দেশেই রাখতে চান! নয়া পরিকল্পনা ট্রাম্পের
ভাষাকে সমস্যা মনে করছে তামিলনাড়ু! বিস্ফোরক অভিযোগ করলেন শিবসেনা নেত্রী
হোয়াইটস হাউসে পৌঁছালেন ইউক্রেনের প্রেসিডেন্ট! একী করলেন ট্রাম্প
উত্তরাখণ্ডে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা! উদ্ধার করা হল ৩৩ জন শ্রমিককে
রাজস্থানে দলিত হত্যা বেড়েই চলেছে! এবার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন
দিল্লিতে বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করবে না! কী বলছেন বিধায়ক
বিজেপিতে এবার বড় পরিবর্তন! কী বলছেন সাংসদ
প্রবল বৃষ্টিতে ভূমিধস! বন্ধ হয়ে গেল ৬২ কিলোমিটার রাস্তা

বিশেষ কয়েকটি শর্তে রেগুলার বেল গ্রান্ট! কি কি শর্ত দেওয়া হল অনুব্রতকে?

১০ লক্ষ টাকার বন্ড জমা দেওয়া সহ আরো বিশেষ কয়েকটি শর্তের ভিত্তিতে রেগুলার গ্রান্ট করা হয়েছে অনুব্রত মন্ডলের।

author-image
Debapriya Sarkar
New Update
Anubrata

নিজস্ব প্রতিবেদন : দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে রেগুলার বেল গ্রান্ট অনুব্রত'র। অনুব্রতর পক্ষের উকিল মারফত জানা যায় ৪ঠা সেপ্টেম্বর রেগুলার বেলের আবেদন করা হয়েছিল। আজ রেগুলার বেল গ্রান্ট করা হয়েছে। তবে তার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলি ভীত্তিতেই রেগুলার বেল গ্রান্ট হয়েছে অনুব্রত'র। জানুন কি কি সেই শর্ত।

Anubrata

অনুব্রতর রেগুলার বেলের জন্য যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেগুলি হল-

১. ১০ লাখ টাকার বন্ড দিতে হবে। 

২. তিনি কোন সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। 

৩. তিনি যখন কোন কেস সংক্রান্ত কারণে দিল্লিতে আসবেন, তখন তিনি যেখানে থাকবেন তার ঠিকানা জমা দিতে হবে।

৪. পাসপোর্ট জমা রাখতে হবে।

৫. কোর্টের পারমিশন ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

anubrata.jpg

উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। গ্রেফতার হওয়ার পর এটাই তাঁর প্রথম জামিন।