আল্লু অর্জুনের পাশে দাঁড়ালেন অনুরাগ ঠাকুর, মনে করালেন তাঁর কৃতিত্বের কথা

'বিতর্ক তৈরি না করে চেষ্টা করা উচিত তাঁদের পরিস্থিতি বোঝার'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
allu-arjun-alavaikuntapuramlo-reunion-16x

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এদিন ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে হয়ে যাওয়া পদপিষ্টের ঘটনা নিয়ে বলেন, “যদি আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেলেগু অভিনেতাদের অবদানের দিকে তাকান, তারা ফিল্ম এবং ভারতীয় সিনেমাকে বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছে। আপনি যদি গত কয়েক বছরের দিকে তাকান, আল্লু অর্জুন নরেন্দ্র মোদির সরকারের কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন। চিরঞ্জীবী পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। তাদের অবদানের প্রশংসা করেছে গোটা দেশ ও বিশ্ব। ‘আরআরআর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘বাহুবলী’-এই সবই ভারতীয় সিনেমায় খ্যাতি এনে দিয়েছে বলে আমি মনে করি। বিতর্ক তৈরি না করে চেষ্টা করা উচিত তাঁদের পরিস্থিতি বোঝার। নিরাপত্তার যত্ন নেওয়া উচিত এবং রাজনীতি করা উচিত নয়, এই সব বিষয় নিয়ে”।

anurag thakuuurut.jpg