দিল্লিতে লাগাতার স্কুলগুলিতে বোমাতঙ্কের অভিযোগ, ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন অনুরাগ

'আম আদমি পার্টি কি তার কাছ থেকে পালিয়ে যেতে পারে?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
anurag thakurrr.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এদিন বলেন, “কে দিল্লিতে দাঙ্গা উসকে দিয়ে দেশের মানহানি করেছে? তাহির হুসেন যদি আজ জেলে থাকে, তাহলে আম আদমি পার্টি কি তার কাছ থেকে পালিয়ে যেতে পারে? এই একই আম আদমি পার্টি এবং একই যে কংগ্রেস পার্টি বাটলা হাউসের ঘটনা নিয়ে প্রশ্ন তোলে, দিল্লিতে কিছু লোক আছে যারা বোমা বিস্ফোরণের গুজব ছড়ায় এবং অভিভাবকদের কাঁদায় এবং স্কুল বন্ধ করে দেয়। আপনাকে উত্তর দিতে হবে এটি কার এনজিও। এবং এর পিছনে মূল পরিকল্পনাকারী কে”।

Delhi-police_1