ভোটে হারতেই ইভিএম নিয়ে প্রশ্ন! বিরোধীদের সপাটে জবাব নেতার

ফের একবার বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল বেরোতেই আবারও একবার বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন,একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বে 'বসুধৈব কুটুম্বকম'-এর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং 'সবকা সাথ, সবকা বিকাশ' স্লোগান নিয়ে সরকার চালাচ্ছেন, তখন অন্যদিকে বিরোধীরা রাজস্থান, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে পরাজয়ের জন্য ইভিএমকে দোষারোপ করতে শুরু করেছে।‘  দিগ্বিজয় সিং-সহ বিরোধী নেতারা ইভিএম নিয়ে প্রশ্ন তুললে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। পরাজয় মেনে নেওয়ার পর তারা কখনই পরাজয়ের কারণ নিয়ে চিন্তা করে না। তারা ইভিএমকে দোষারোপ করছে এবং সনাতন ধর্ম ও হিন্দুদের সমালোচনা করছে।"