নিজস্ব সংবাদদাতা:শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে বলেছেন, "আগামীকাল প্রজাতন্ত্র দিবস। আমাদের এই দিনটিকে অত্যন্ত উত্সর্গের সাথে উদযাপন করা উচিত। এটি আজ জাতীয় ভোটার দিবস, তাই এটি গণতন্ত্রের জন্য একটি বড় দিন। তাই আমরা ভারত মাতা ও সংবিধানকেও পুজো করি। আমরা যেমন আমাদের দেবতাদের পুজো করি, তাই পালকিতে সংবিধান নিয়ে একটি পদযাত্রা বের করা হল, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হল"।