AIMPLB-এর বিক্ষোভ প্রদর্শন নিয়ে কি বললেন কংগ্রেস সাংসদ?

'JPC-তে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না', বলছেন কংগ্রেস সাংসদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Congress MP Gaurav Gogoi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে ফের বাড়ছে উত্তেজনা। এখনও কোনও সমাধানের পথ মেলেনি। এখনও বিরোধীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার যন্তর মন্তরে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর বিরুদ্ধে AIMPLB-এর বিক্ষোভ প্রদর্শন হতে চলেছে।

gaurav gogoi jk.jpg

ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর বিরুদ্ধে AIMPLB-এর প্রতিবাদ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এদিন বলেন, “আমরা দেখেছি কীভাবে বিরোধী দলের সদস্যকে JPC-তে বরখাস্ত করা হয়েছিল এবং আমাদের পরামর্শগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল। আমরা অনেকবার আমাদের প্রতিবাদ জানিয়েছি। এটা স্পষ্ট যে এই সরকার দেশের সমস্যা সমাধান করতে চায় না। তাদের একমাত্র উদ্দেশ্য হল সমাজে ঘৃণা তৈরি করা। JPC-তে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। তাই বিক্ষোভের পথে হাঁটতে হল আমাদেরকে”।